হৃদয়ে কাজীপুর সংগঠনের উদ্যোগে সেলাই প্রদান


আজ "হৃদয়ে কাজীপুর" মানবিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দক্ষিণ পাইকপাড়া ও কবিহার গ্রামের ২ জন অসহায় নারীকে সাবলম্বী করার জন্য ২ টি শেলাই মেশিন উপহার দেওয়া হয়।

এছাড়াও শিমুলদাইড়,কবিহার,কালিকাপুর ও রেহাইশুড়িবের গ্রামের অসুস্থ মানুষগুলোর চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা করা হয়।

No comments

Powered by Blogger.