অসুস্থ জাহাঙ্গীরের পাশে দাঁড়ালো হৃদয়ে কাজীপুর
জাহাঙ্গীর আলম চালিতাডাঙা গ্রামের দক্ষিণপাড়ায় বসবাস করে, দিনমজুর এ লোকটি অনেক কষ্ট করে সংসার চালাতো।
কিন্তু বিধিবাম হঠাৎ করেই সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙে আজ মৃত্যুসয্যায়, কর্মক্ষম এ মানুষটি কর্মহীন হয়ে পড়ায় পরিবারটি আজ না খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে।
এহেন অবস্থায় আমাদের সংগঠনের সদস্য চঞ্চল ভাই আমাদের সাথে যোগাযোগ করেন অসহায় এ পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য,আমরা চেষ্টা করেছি এ পরিবারটির বিপদে পাশে দাঁড়ানোর।
তারই ধারাবাহিকতায় আজ ৩ টি ছাগল অনুদান হিসেবে পরিবারটির মাঝে বিতরণ করা হয়।
ধন্যবাদ জানায় "হৃদয়ে কাজীপুর" সংগঠনের সন্মানিত উপদেষ্টা Sorna Rahman আপুকে এ অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সন্মানিত সহ-সভাপতি Touhid Tony, সদস্য Al Helal Hitu
No comments