হৃদয়ে কাজীপুর সংগঠনের উপদেষ্টা প্যানেল ঘোষনা



গত ১৭ জুন ২০২১ রাত ৯ টায় অনলাইন মিটিংয়ের মাধ্যমে "হৃদয়ে কাজীপুর সংগঠনের" সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে উপদেষ্টা প্যানেল ঘোষণা করা হয়। 


এসময় তাহারা সিঙ্গাপুর প্রবাসী স্বর্না রহমান ও রুমা মোস্তাক কে "হৃদয়ে কাজীপুর" মানবিক ও সামাজিক সংগঠনের উপদেষ্টা নির্বাচিত করেন।

এছাড়াও সংগঠনের অগ্রগতির জন্য  আইভি আক্তার কে সহ-সভাপতি, এ এইচ কাফি ও সোহানুর রহমান সোহাগ কে সদস্য মনোনীত করা হয়।

No comments

Powered by Blogger.