অসুস্থ অটো ভ্যান চালক কে হৃদয়ে কাজীপুরের আর্থীক অনুদান প্রদান।

আজ হাটশিরা গ্রামের অসুস্থ কিডনি সমস্যায় আক্রান্ত, দরিদ্র অটো ভ্যান চালক জহুরুল ইসলাম কে "হৃদয়ে কাজীপুর" সংগঠনের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন "হৃদয়ে কাজীপুর" সংগঠনের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম টনি,সাংগঠনিক সম্পাদক আল ইমরান সোহাগ ও আশিকুল ইসলাম অনু। আমরা চেষ্টা করছি অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

No comments

Powered by Blogger.