হৃদয়ে কাজীপুর সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত ও মানবিক কাজে অর্থীক অনুদান প্রদান

গত ১৩ নভেম্বর রোজ শুক্রবার "হৃদয়ে কাজীপুর" সামাজিক ও মানবিক সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয় কাজীপুর উপজেলা সদর প্রতিবন্ধী বিদ্যালয়ে। এই সভায় সংগঠনের সকল নতুন সদস্যদের সংগঠন সম্পর্কে অবহিত ও কাজের বিবরণ,খরচ উপস্থাপন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি শাহ আলম।উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তুহিন।আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি তৌহিদ টনি,কাওসার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আল ইমরান সোহাগ,আইটি সম্পাদক জিপু,কোষাধ্যক্ষ রত্না খাতুন,সমাজসেবা সম্পাদক রতন সরকার সহ সংগঠনের সদস্য আল হেলাল,ইলিয়াস আহম্মেদ সহ অনেকেই। এসময় সংগঠনের পক্ষ থেকে সোনামুখী গ্রামের দরিদ্র, অসহায়,অসুস্থ মোঃহানিফের পুত্র মোঃহামিম এর চিকিৎসার জন্য ও সচেতনতামূলক ব্যানার তৈরীর জন্য "কাজীপুর স্বেচ্ছায় রক্তদান সংগঠন" কে অর্থীক অনুদান প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.