শীতার্তদের মাঝে হৃদয়ে কাজীপুর সংগঠনের কম্বল বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে "হৃদয়ে কাজীপুর" মানবিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে কাজীপুরের বিভিন্ন গ্রামে  তিনশত অসহায়, দরিদ্র, শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। 



সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিয়ার জীমের সভাপতিত্বে চর কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিরাজগঞ্জ-১,কাজীপুর, সিরাজগঞ্জ সদর(আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয়। 
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব শওকত হোসেন, কাজীপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ খলিলুর রহমান সিরাজী, কাজীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব টি, এম, আতিকুর রহমান নান্নু। 
উক্ত কম্বল বিতরণ কর্মসূচি কাজীপুরের রৌহাবাড়ী, পাইকপাড়া, চালিতাডাঙা, সাতকয়া, শিমুলদাইড়, হাটশিরা, আলমপুর, মেঘাই, মুসলীমপাড়া, মানিকপটল, সাউদটলা, চর কাজিপুর,বরইতলা গ্রামের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। 
উক্ত কর্মসূচিতে সংগঠনের সভাপতি শাহরিয়ার জিম বলেন, হৃদয় কাজীপুর প্রতিষ্ঠার পর থেকেই কাজীপুরের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে,তারই ধারাবাহিকতায় আজকে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই মানবিক কাজে পাশে দাঁড়ানোর জন্য কাজীপুর আসনের মাননীয় সংসদ জনাব তানভির শাকিল জয় , মানুষ মানুষের জন্য সংগঠনের চেয়ারম্যান মিসেস স্বর্না রহমান, রুমা মোস্তাক সহ হৃদয়ে কাজীপুর সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 


এসময় উপস্থিত ছিলেন "হৃদয়ে কাজীপুর" সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম,  তৌহিদুল ইসলাম টনি, সুলতান মাহমুদ সোহেল, জাফর ইকবাল,যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির আহমেদ,কোষাধ্যক্ষ রত্না খাতুন,  প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ সোভন, আইটি সম্পাদক সাদাত জীপু,সমাজসেবা সম্পাদক রতন সরকার, সংগঠনের সদস্য আল হেলাল,আবু হাসান,আরিয়ান সহ অনেকেই। 


No comments

Powered by Blogger.