কাজিপুরে জলাবদ্ধতায় ৫শ পরিবারের ভোগান্তি চরমে
কাজীপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
অতিবৃষ্টি এবং পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কাজিপুরের মেঘাইয়ে বসবাসরত ৫শ পরিবার জলাবদ্ধাতার কারণে চরম ভোগান্তিতে পড়েছে। পরিবার গুলো স্থানীয় প্রশাসনের নিকট পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।সরেজমিনে সোমবার গিয়ে দেখা যায় যমুনার ভাঙ্গনে বাড়িঘর হারা পরিবারগুলো কেউবা জমি কট নিয়ে অনেকে বাড়ির জমি টুকু ক্রয় করে কোনরকমে ঘরদরজা তুলে পুত্রপরিজন নিয়ে মাথাগুজে বসবাস করে আসছে। এদিকে
বসবাসরত স্থানের উজানে বাধ এবং ভাটিতে বন্যানিয়ন্ত্রন বাধ থাকায় এবছর অতিবর্ষনে বাড়িঘরে পানি উঠে একাকার হয়ে গেছে। অধিকাংশ বাড়িতে পানি উঠেছে।বিলে এলাকা হওয়ায় কোন নৌকা নেই ফলে নানা প্রয়োজনে বাড়ির বাইরে গেলে পানিতে ভিজে যাইতে হচ্ছে। ঐ এলাকায় বসবাস রত ব্যবসায়ি নজরুল ইসলাম জানান ঘরের মেঁেঝতে পানি, হেসেলে পানি, সবসময় পোলাপাননিয়ে চিন্তিত থাকি। স্থানীয় কাচামাল ব্যবসায়ী আজিবর জানান খাটের উপর বসে নাওয়া খাওয়া করতে হয়। বসবাসরতরা জানান চরের বন্যার চেয়ে তাদের দূর্ভোগ বেশী কেননা চরে বন্যারপানি কমলে বাড়ি থেকে পানি নেমে যায়।অথচ তাদের এ দূর্ভেগের শেষ কোথায় তা তারা জানেনা। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বসবাসরত মানুষের দূর্ভোগের বিষয়টি নিয়ে ইতিমধ্যে পানি নিস্কাশনের কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা দেখা হচ্ছে। পাশাপাশী পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে স্থায়ি সমাধানের ব্যবস্থা নেয়া হবে।
মোঃশাহজাহান আলী(কাজীপুর)
প্রতিনিধি,সিরাজগঞ্জ।
No comments