'হৃদয়ে কাজিপুর' সংগঠনের ত্রাণ পেলো বানভাসিরা


কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে 'হৃদয়ে কাজিপুর' সামাজিক সংগঠন। ‘মানুষ মানুষের জন্যে’ সংগঠনের প্রতিষ্ঠাতা স্বর্ণা রহমান, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কাজিপুরের চালিতাডাঙ্গা বি, বি, এন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের অর্থায়নে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। 

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার শুভগাছা, মাছুয়াকান্দী, খুদবান্ধী, সিংড়াবাড়ী, মেঘাই ও মাইজবাড়ি ইউনিয়নের একশ হতদরিদ্র বানভাসি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রির মধ্যে ছিল, চাল, ডাল, মুড়ি, চিনি, লবণ, আটা, টোস্ট বিস্কুট ও স্বাস্থ্য সামগ্রি মাস্ক।



এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শাহরিয়ার জিম, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম টনি, প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম, কাওছার মাহমুদ, সাধারণ সম্পাদক তৌহিদ তুহিন, সাংগঠনিক সম্পাদক আল ইমরান সোহাগ, কোষাধ্যক্ষ রত্না খাতুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদাত জিপু, দপ্তর সম্পাদক হৃদয় তালুকদার, সমাজসেবা সম্পাদক রতন সরকার, সংগঠনের সদস্য আল হেলাল, শম্পা খাতুন, আরিয়ান রবিন প্রমুখ।

No comments

Powered by Blogger.