বসুন্ধরায় বন্ধ হয়ে গেল স্টার সিনেপ্লেক্স


করোনা মহারারিতে দেশের অন্যান্য সিনেমা হলের মতো আপাতত বন্ধ মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা। তবে, বসুন্ধরা সিটি শপিংমলের শাখাটি আর কখনোই খুলবে না।

স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বেদনাদায়ক হলেও এটা সত্য। বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। শপিংমল কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তবে আমাদের অন্য সবগুলো শাখা চালু থাকবে।’

No comments

Powered by Blogger.