মহামারীতে দান করা সেই ভিক্ষুক পেলেন পাকা বাড়ি
করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় দীর্ঘ দিনের জমানো ১০ হাজার টাকা দান করা শেরপুরের সেই ভিক্ষুক নাজিমুদ্দিন প্রধানমন্ত্রীর উপহারের পাকা বাড়িতে উঠছেন।
ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের নজিমুদ্দিন (৮০) ভিক্ষা করে সংসার চালান। বসতঘর মেরামত করার জন্য দুই বছর ধরে জমিয়েছিলেন ভিক্ষার ১০ হাজার টাকা। ওই টাকা তিনি কোভিড-১৯ মহামারীতে ঘরবন্দি কর্মহীন মানুষের জন্য দান করেন। এরপর এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নাজিমুদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রুবেল মাহমুদ জানান, বৃদ্ধ ভিক্ষুক নজিমুদ্দিন আগে নিজ গ্রামে একটি সরকারি খাস জমিতে একটি কাঁচা ঘরে বসবাস করতেন। এখন প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সেখানে ১৫ শতাংশ জমি দেওয়া হয়েছে। ওই জমিতে তাকে দুই কক্ষের একটি পাকা ঘরও করে দেওয়া হয়েছে।
এছাড়াও তাকে যেন আর ভিক্ষা করতে না হয় সেজন্য তার বাসা থেকে আধা কিলোমিটার দূরে স্থানীয় বাজারে একটি পাকা দোকানও করে দেওয়া হয়েছে। এই দোকানের আয় দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতে পারবেন।
এরইমধ্যে নজিমুদ্দিন ও তার মেয়ের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ইউএনও রুবেল বলে, “তার কাছ থেকে এই সমাজের মানুষের অনেক কিছু শেখার আছে। তাকে আমরা সব সময় সহযোগিতা করে যাব।”
তথ্যসূত্রঃ Bdnews24
No comments