ফ্রিডম পার্টি, বঙ্গবন্ধুর খুনী ফারুক রশিদদের দল

ফ্রিডম পার্টি, বঙ্গবন্ধুর খুনী ফারুক রশিদদের দল, যা গড়ে ওঠে প্রত্যক্ষভাবে এরশাদের পৃষ্ঠপোষকতায়। 

সম্পূর্ণ সন্ত্রাস নির্ভর এক দল ছিল এই ফ্রিডম পার্টি। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল! শহরের সব উঠতি মাস্তান ফ্রিডম পার্টি! মার্কাও তারা পছন্দ করেছিল কুড়াল! তাদের হাতেও তলোয়ার, রাম দা এর সাথে শোভা পেতো কুড়ালও। 

মনে পরছে ৮৭ সালের পনেরো আগস্ট রংপুর শহরে ফ্রিডম পার্টির তাণ্ডবের কথা। জেলা ছাত্রলীগ (বাটার গলি) অফিসে আগুন দিয়েছিল। প্রতিরোধ গড়েছিল ছাত্রলীগের গুটিকয়েক নেতা কর্মী। কত কষ্ট করে সেসব দিনে পালন করতে হতো ১৫ আগস্ট!। 

ফ্রিডম পার্টির কাজই ছিল আওয়ামীলীগের পিছনে লাগা, বা তাদের জন্মই হয়েছিল অই উদ্দেশ্যে। আশির দশকের মাঝামাঝি ঝড়ের মতো আবির্ভাব, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে টর্নেডোর মতো গায়েব হয়ে যাওয়া পুরা টি টুয়েন্টি স্টাইলের রাজনৈতিক দল ছিল এই ফ্রিডম পার্টি! 

কর্নেল ফারুক সংগঠনের কাজে রংপুরে আসলে তার নিজস্ব রিভলভারটা রুম থেকে চুরি হয়ে যায়।আফসোসের বিষয়, ফ্রিডম পার্টির সেই সময়ের নেতা কর্মীদের অনেকে পরবর্তীতে জাতীয় পার্টি, আওয়ামীলীগে আশ্রয় নিয়ে আজও বহাল তবিয়তে রাজনীতি করছেন।

ফেসবুকে লিখেছেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক রিয়াদ আনোয়ার শুভ। 

No comments

Powered by Blogger.