যুকবের সহযোগিতায় প্রানে বাঁচলো বৃদ্ধ মহিলা
আজ সকাল ১০ টায় অজ্ঞাত মহিলা (বাড়ি শিমুলদাইর)মায়ের বাড়ি ধুনট যাবার উদ্দেশ্য সোনামুখী সি এনজি স্ট্যান্ডে আসলে হঠাৎ করেই অচেতন হয়ে যায়। সকাল ১০ টা থেকে আনুমানিক ২ ঘন্টা মাটিতেই পরে থাকেন।
মুষুলধারে বৃষ্টির মধ্যেও উনি মাটিতেই পরে ছিলেন। সিএনজি শতশত মানুষ চলাচল করলেও কেউ তার দিকে নজর ই দেয় নি। পরে ছালাভরা গ্রামের ফরহাদ রেজা প্রথমে খেয়াল করে। পরে তার সাথে সোনামুখী গ্রামের সাকিব ও শিমুলদাইর গ্রামের সনেটের একান্ত প্রচেষ্টায় মহিলার প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করে।মহিলাকে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় শিমুলদাইর বাজারে নিয়ে গেলে স্থানীয়রা মহিলার পরিচয় নিশ্চিত করে এবং উক্ত তিন কিশোর মহিলার বাড়িতে পৌছিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
No comments