রাতের আঁধারে হৃদয়ে কাজীপুর এর ঈদ সামগ্রী বিতরণ


"হৃদয়ে কাজীপুর" মানবিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আজ রাতের আধারে অসহায়, দরিদ্র পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী, লাচ্চা,সেমাই, চিনি সম্বলিত ঈদ উপহার বিতরণ করা হয়। 


এসময় কাজীপুরের আলমপুর,মেঘাই, চালিতাডাঙা,পরানপুর,মাইজবাড়ী,মুসলিমপাড়া,সাতকয়া,রৌহাবাড়ী,বিয়াড়া গ্রামের অর্ধশত অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


এই মহৎ কাজে অর্থ সহযোগিতা করার জন্য Sorna Rahman আপু, Zafor Iqbal সহ 'হৃদয়ে কাজীপুর' সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

No comments

Powered by Blogger.