ক্যান্সারে আক্রান্ত আরিফের পাশে দাঁড়ালো হৃদয়ে কাজীপুর


আজ "হৃদয়ে কাজীপুর" মানবিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে  ভানুডাঙা গ্রামের ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী আরিফের কেমোথেরাপির জন্য তার মার হাতে ১৫ হাজার টাকা সহায়তা করা হয়।

কৃতজ্ঞতা প্রকাশ করছি আমেরিকান প্রবাসী শ্রদ্ধাভাজন  মামা মোরশেদ টিটুর প্রতি, এই অসহায়,দরিদ্র ছেলেটির পাশে দাঁড়ানোর জন্য। 


আরিফ এর আরো ৬ টি কেমোথেরাপি দেওয়া বাকী থাকবে, যাহাতে ওর ১ লক্ষ টাকার মতো লাগবে। 

আমি কাজীপুরের সকল বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

No comments

Powered by Blogger.