হৃদয়ে কাজীপুরের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
শুভ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, চালিতাডাঙা ইউনিয়নের হাজরাহাটি গ্রামের দরিদ্র আবু তাহের এর সন্তান।
"হৃদয়ে কাজীপুর" সংগঠনের উদ্যোগে নিয়মিত A+ রক্ত সংগ্রহ করে দিয়ে থাকে। আজ এই দরিদ্র পরিবারটিকে কর্মক্ষম করার জন্য শুভোর মাকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
উক্ত সেলাই মেশিনটি কেনার অর্থ প্রদান করেন বিশিষ্ট সমাজসেবী স্বর্না রহমান।
এসময় উপস্থিত ছিলেন 'হৃদয়ে কাজীপুর' সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম টনি , ইঞ্জিনিয়ার শাহালম, যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির আহমেদ , সদস্য হাসান আলী।
No comments