অসুস্থ ভ্যানচালকের পাশে দাঁড়ালো হৃদয়ে কাজীপুর
"হৃদয়ে কাজিপুর" মানবিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলমপুর নিবাসী মোঃ আছুর উদ্দিন ( ৩৪) এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। কিছুদিন আগে আছুর উদ্দীন সড়ক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন। পেশায় ভ্যান চালক এ আছুরের পক্ষ্য থেকে চিকিৎসা চালানো খুব কষ্টকর।বিষয়টি জানার পর আজকে সংগঠন এর পক্ষ থেকে আর্থিক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন "হৃদয়ে কাজীপুর" সংগঠনের সাংগঠনিক সম্পাদক আল ইমরান সোহাগ মামা , সংগঠনের সদস্য হাসান আলী ও নাইমুর রহমান। এমন মহৎ কাজে অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য সংগঠনটির একজন সহ-সভাপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার জিম।
No comments