মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আমির হোসেন ভুলু এর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত


আজ ১৭/১০/২০২০ খ্রিঃ তা‌রি‌খে সিরাজগঞ্জ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আমির হোসেন ভুলু এর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সদর  উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটি ও অরুন ফাউন্ডেশন। 

উক্ত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ জহুরুল ইসলাম তালুকদার। সভায় বক্তব‌্য রা‌খেন বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, সাহার উ‌দ্দিন, আব্দুল হাই তালুকদার ও প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধার সন্তান মাহমুদ হে‌সেন কাজল। সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা বিমল কুমার দাস, সোরহাব হো‌সেন, ‌মোস্তফা কামাল, কে, এম, হাসান আলী, শ‌ফিউর রহমান শ‌ফি, মোঃ ফজলুর রহমান, আব্দুল মান্নান, নজরুল ইসলামসহ আরও অ‌নে‌কে। সভায় সিরাজগঞ্জ মু‌ক্তিযু‌দ্ধের সর্বা‌ধিনায়ক আ‌মির হো‌সেন ভুলু এর স্মরণ সভা জেলা প্রশাস‌নের মাধ‌্যমে করার অনু‌রোধ জানা‌নো হয়। মরহুম আ‌মির হো‌সেন ভুলুসহ সকল মু‌ক্তি‌যোদ্ধা‌দের না‌মে রাস্তার নামকর‌ণের দাবী জানা‌নো হয়। এছাড়া মু‌ক্তিযু‌দ্ধের স‌ঠিক ই‌তিহাস নতুন প্রজ‌ন্মের সাম‌নে তু‌লে ধরার জন‌্য প্রশাস‌নের পদ‌ক্ষেপ গ্রহ‌ণের অনু‌রোধ জানা‌নো হয়।



No comments

Powered by Blogger.