কাজিপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে আহত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে স্বামী

কাজীপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃকাজিপুরে যৌতুকের দাবিতে  লোভি স্বামি নির্মমভাবে পিটিয়ে আহত করে  এক গৃহবধুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। স্বামির নির্যাতনে গৃহবধু শারিরিক ও  মানষিক ভাবে ভেঙ্গে পড়েছে। গৃহবধুর মা, ভাই অত্যাচারিত স্বামির হাত থেকে  রক্ষায় কাজিপুর থানা পুলিশের  হস্থক্ষেপ কামনা করেছেন।

২৩ আগষ্ট রবিবার সরেজমিনে গিয়ে নির্যাতিতা গৃহবধুর সাথে কথাবলে  জানা গেছে,প্রায় বছর বিশেক আগে কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের  মেয়ে হাওয়া বেগম ৩৫ এর সাথে মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা কুনকুনিয়া গ্রামের  তোজাম্মেল হকের ছেলে কামরুলের সাথে ইসলামি শরিয়া মোতোবেক বিয়ে হয়। বিবাহিত জীবনে দুইটি সান্তানের জন্ম হওয়ার পর গত প্রায় বছর আটেক আগে কামরুল দ্বিতীয় বিয়ে করে বসে।এর পর থেকে কামরুল নানা অযুহাতে আগের স্ত্রীকে হাওয়াকে  মারধোর সহ বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য  শাররিকি ও মানষিকভাবে নির্যাতন চালাতে থাকে । এর মাঝেই  তাঁর  দুই সন্তানের মুখের দিকে চেয়ে গৃহবধু হাওয়া বেগম  স্বামির চাহিদা মেটাতে গারমেন্টস এ চাকুরী জুটিয়ে কষাই স্বামিকে সাধ্যমত টাকা পয়সা দিতে থাকে। এরই এক পর্যায়ে গত কোরবানির ঈদে হাওয়া বেগমের সন্তানদের লেখাপড়ার খচরবাবদ জোগানো  রোজগারের হাজার বিশেক টাকা  পাষন্ড স্বামি কামরুল স্ত্রীর থেকে জোর পূর্বক নিয়ে নেয় এবং হাওয়াকে  মারধোর করে দুটি ছেলে সহ  বাপের বাড়িতে  পাঠিয়ে দিয়েছে।   ভ’ক্তভোগি হাওয়া বেগম জানান ইতিমধ্যে  স্থানীয়ভাবে  একাধিকবার দেনদরবার করেও এর কোন সুরাহা মেলেনী। এ বিষয়ে স্থানীয়   মাতব্বর  আবুতাহের জানান,  অভিযুক্ত কামরূল কষাই খুব খারাপ লোক এ বিষয়ে একাধিকবার বিচার করা হয়েছে কিন্ত কোন সমাধান পাওয়া যায়নী ফলে, মেয়েটিকে আইনি আশ্রয় নেয়ার জন্য পরমর্শ দেয়া হয়েছে। অপরদিকে  নাবালক দুটি সন্তানের এবং নিজের জীবন রক্ষার্থে হাওয়া বেগম কাজিপুর থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন।

মোঃশাহজাহান আলী(কাজীপুর) 

প্রতিনিধি,সিরাজগঞ্জ।

No comments

Powered by Blogger.