হৃদয়ে কাজীপুর ফেসবুক গ্রুপের ৯ম বর্ষপূর্তি আজ ও ফলাফল ঘোষিত হলো আয়োজিত ফটোকনটেস্টের

আজ হৃদয়ে কাজীপুর ফেসবুক গ্রুপের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ফটোকনটেস্টের ফলাফল ঘোষনা করা হয়েছে। এ কনটেস্টে প্রথম হয়েছেন Sad Man Sakib, ২য় Sadat Zipu, ৩য় হয়েছন Ari Yan।

ফেসবুক গ্রুপটিতে দীর্ঘ একমাস ব্যাপী সদস্যদের বিভিন্ন পোস্টের লাইক, কমেন্ট,শেয়ারের উপর ভিত্তি করে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।  অতি শীঘ্রই বিজয়ীদের পুরুষ্কৃত করা হবে। 

উল্লেখ্য গত জুলাই মাসে বিভিন্ন পোস্টের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন আল ইমরান সোহাগ, মোঃ শাহ আলম ও রতন সরকার। 

এ বিষয়ে সংগঠনটির সভাপতি শাহরিয়ার জীম বলেন,৯ম বর্ষপূর্তি উপলক্ষে কাজীপুরের সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেইসাথে কাজীপুরকে সারা বাংলাদেশে পরিচিত করার জন্য আরো সুন্দর সুন্দর  পোষ্ট করার জন্য গ্রুপের সকল সদস্যদের অনুরোধ জানান এবং আমাদের এই প্রতিযোগিতা চলমান রয়েছে জানিয়ে সকলের সহযোগিতা প্রার্থনা করেন।


2 comments:

Powered by Blogger.