কাজীপুরের শিমুলদাইড় ফ্রিডম অটিস্টিক এন্ড ডিজাবল স্কুল এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ সকাল ১০ ঘটিকার সময় শিমুলদাইড়, কাজিপুর, সিরাজগঞ্জ " ফ্রিডম অটিস্টিক এন্ড ডিজাবল" স্কুল এর উদ্যোগে স্কুল প্রাঙ্গনে জাতীর জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ এবং কাজিপুরের গর্ব সদ্য প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মোঃ আতিকুর রহমান মুকুল চেয়ারম্যান বলেন ,আগষ্ট মাস বাঙ্গালী জাতির জন্য শোকের মাস, এই মাসে আমরা জাতির জনককে স্বপরিবারে হারিয়েছি। আমরা আরো বেদনায় বিধুর আমাদের পরিচয়, আমাদের অহংকার জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেব কে হারিয়ে।  মহামারি করোনা আমাদের সর্বোচ্চ ক্ষতি, অপূরনীয় ক্ষতি করে দিল। মোহাম্মদ নাসিম সাহেবের মত নেতা শতাব্দীতে একটি জন্ম গ্রহন করে। 

প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকমন্ডলী বক্তব্য প্রদান করেন। শিমুলদাইড় দারুস সালাম কওমী মাদ্রাসার মহুতামিম মাওলানা মোঃ আঃ রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।


No comments

Powered by Blogger.