কাজিপুরে জনতা ব্যাংকের বন্যাদূর্গত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টারঃআল ইমরান সোহাগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের নির্দেশনায় জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্য সিরাজগঞ্জ জেলার কাজিপুরের বন্যা কবলিত ৬ ইউনিয়নের ১হাজার দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
২৯ আগস্ট শনিবার দুপুর ২টায় উপজেলার মেঘাই হার্ড পয়েন্টে ত্রান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজিপুর পিআইও এ কে এম শাহা আলম মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি.এম রাজশাহী সাখাওয়াত হোসেন, ডিজিএম বজলুল হক, এজিএম আমিনুল হক, আবু সেলিম রেজা, এসপিও লতিফ তালুকদার, পি ও আসাদুজ্জামান, আরাফাত রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, এস এম শামীম আক্তার, জনতা ব্যাংক সি ডি এ সিরাজগঞ্জ সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, খাসরাজবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, কাজিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, প্যানেল চেয়ারম্যান টিএম জাহিদুল ইসলাম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
৬ ইউনিয়নের মধ্যে মনসুরনগর ২০০, নিশ্চিতপুর ২০০, খাসরাজবাড়ী ২০০, তেকানী ২০০, নাটুয়ারপাড়া ১০০ কাজিপুর ১০০ পরিবার ত্রান সহায়তা পায়।
চাল ১০কেজি, আলু ৪কেজি, ডাল ২কেজি, পেঁয়াজ ১কেজি, লবন ১কেজি, তেল ১লিটার, সুগন্ধি সাবান ১টা প্রতি পরিবারে মাঝে বিতরন করা হয়।
No comments