কাজিপুরে গরুচুরির ঘটনা বেড়েই চলেছে


মোঃশাহজাহান আলী(কাজীপুর) প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের কাজিপুরে গরু সহ অন্যান্ন চুরির ঘটনা আশংকাজনকহারে বেড়ে গেছে। ভুক্তভোগিরা পুলিশি টহল জোরদারের দাবি করেছেন। 

গত ২৮ আগষ্ট শক্রবার দিবাগত রাতে দুবলাই পঞ্চিম পাড়ার মৃত তোমছের তাং দুই পুত্র কৃষক শামিম ও মোকলেছেরের ১ এড়ে দুইটি গাভি ও একটি বকনা মিলে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৪ টি গরু গোয়াল ঘরের দরজা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। পরদিন রবিবার দিবাগত রাতে একই গ্রামের শাহজামালে পুত্র মেহেদী হাসানের কালো রংগের ১শ সিসি ডিসকভারি মটরসাইকেল চুরি হয়েছে। দুটি ঘটনায় পৃথকভাবে কাজিপুর থানায় অীভযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে দুবলাই গ্রামের বাসিন্দা সাবেক গান্ধাইল ইউনিয়ন সভাপতি তোজাম্মেল হক তাং অভিযোগ করে বলেন প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের জিবদ্দশায় এত চুরি চামারি হয় নি, অথচ তিনি মৃত্যুর পরপরই কাজিপুরে ব্যপকহারে চরি বেড়েছে।গান্ধাইল ইউনিয়নের দুলাই গ্রামের কাঠ ব্যবসায়ি শামিম জানান গত দুই মাসের ব্যবধানে দুবলাই গ্রামের আব্দুল মজিদ আকন্দের ২ টি ,রফিকুল ইসলামের ২টি, ছালাম ব্যাপারির ২ টি শফি ও আলতাবের ১ টি করে গরূ চুরি হয়েছে। তবে বিষয়গুলি নিয়ে থানা পুলিশকে অবগত করা হয় নি বলে জানা গেছে।এলাকাবাসি চুরি বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

No comments

Powered by Blogger.