মানব সেবায় এক দৃষ্টান্তমূলক অবদান রেখে যাচ্ছেন সোনামুখীর মেয়ে মিসেস স্বর্না রহমান

গতকাল হৃদয়ে কাজীপুর সংগঠনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো: শাহ আলম এর সার্বিক সহযোগীতায় ও প্রচেষ্টায় রোহাবাড়ি, গোপালপুর গ্রামের মো: হাফিজার রহমানের এক বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে মোছা: রেবেকা  খাতুনকে (২২) একটি হুইলচেয়ার ও তার চিকিৎসার ব্যবস্থা করেন দেন মিসেস স্বর্না রহমান।মানব সেবায় এক দৃষ্টান্তমূলক অবদান রেখে যাচ্ছেন সোনামুখির মেয়ে মিসেস স্বর্না রহমান।

তিনি শুধু তার নিজ এলাকা কাজিপুর বা সিরাজগঞ্জই নয়, সারা বাংলাদেশে তার অবদানে আজ উপকৃত হচ্চে অসহায়,প্রতিবন্ধী, গরিব  মানুষ। তিনি সহযোগিতা করছেন কাজিপুরের বিভিন্ন এলাকার বানভাসি  মানুষদেরকে। তাছাড়াও তার অবদানে চলছে বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রারাসা ও শিক্ষা প্রতিষ্ঠান। 

উলেখ্য তিনি সোনামুখী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ছোহরাব হোসেন ও কাজিপুর উপজেলা আওয়ামীলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতির মেয়ে।

আমরা হৃদয়ে কাজীপুর সংগঠনের পক্ষ থাকে তাহার সার্বিক মঙ্গল ও সুস্থতা কামনা করছি।

No comments

Powered by Blogger.