হৃদয়ে কাজীপুর গ্রুপের ৯ বছর পূর্তি উপলক্ষে ফটো কনটেস্ট
#ফটো_কনটেস্ট
হৃদয়ে কাজীপুর গ্রুপের ৯ বছর পূর্তি উপলক্ষে ফটো কনটেস্ট শুরু হয়েছে গত ২৪ জুলাই রাত ৯ টা থেকে। কনটেস্টের বিষয়বস্তু হলো প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। ছবিটি অবশ্যই আপনার নিজের তোলা হতে হবে। চাইলে যতো খুশি ততো পোস্ট করতে পারবেন, তবে প্রতিবারে সর্বোচ্চ ২টি করে ছবি আপলোড করতে হবে।
#ছবি_পোস্টের_নিয়মাবলী
ছবিটি পোস্ট করতে হবে হৃদয়ে কাজীপুর গ্রুপে।
ছবির নামঃ
ছবি তোলার স্থানঃ
এবং শেষে #9th_years_Anniversary এই হ্যাশ ট্যাগটি ব্যবহার করতে হবে।
হৃদয়ে কাজীপুর চেক ইন(Check in) দিতে হবে।
#ছবির_মার্কিং
মোট মার্কসঃ ১০০
লাইক, কমেন্ট ও শেয়ারের উপর ভিত্তি করে পুরস্কৃত করা হবে।
প্রতিটি লাইকে ১ মার্ক
প্রতিটি কমেন্টে ২ মার্কস
প্রতিটি পাবলিক শেয়ারে ৩ মার্কস
(লাইক, কমেন্ট ও শেয়ারের মোট মার্কস ১০০ তে কনভার্ট করা হবে)
নোটঃ
*ছবিতে নিজের কমেন্ট কাউন্ট করা হবে না এবং ১ জনের ১ টি করে কমেন্টই কাউন্ট করা হবে।
*যে কোন ওয়ালে দিনে সর্বোচ্চ ১ বার পোস্ট শেয়ার করা যাবে। (যেমনঃ আপনার নিজের টাইমলাইনে দিনে সর্বোচ্চ ১ বার শেয়ার করতে পারবেন।)
#পুরস্কার
১ম ৩ জনকে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হবে।
#ছবি_পোস্টের_ডেডলাইন ২২ আগষ্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
কনসেপ্ট : Plan B Trip গ্রুপ থেকে নেওয়া।
No comments