হৃদয়ে কাজীপুর সামাজিক সংগঠনের জীম সভাপতি,সাধারন সম্পাদক তুহিন ।

গত ৩রা আগষ্ট কাজীপুর উপজেলা সদর প্রতিবন্ধী বিদ্যালয়ে হৃদয়ে কাজীপুর সামাজিক সংগঠনের কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে হৃদয়ে কাজীপুর সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার জীমের সভাপতিত্বে, তৌহিতুল ইসলাম তুহিনের সঞ্চালনায় হৃদয়ে কাজীপুর সামাজিক সংগঠনের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয় । উক্ত সম্মলনে শাহরিয়ার জীম কে সভাপতি, তৌহিদুল ইসলাম তুহিন কে সাধারণ সম্পাদক ও আল ইমরান সোহাগ কে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের কমিটি গঠিত হয়।
"যেতে হবে বহুদূর, মানবতার সেবায় হৃদয়ে কাজীপুর", এই স্লোগানকে সামনে একদল তরুণ যুবক কাজীপুরের দরিদ্র, অসহায়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে।
সংগঠনের নবননির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কাজীপুরের বিত্তবান মানুষদের কে বর্নার্তদের সাহায্যের জন্য আকুল আবেদন করেছেন।

No comments

Powered by Blogger.