হৃদয়ে কাজীপুরের ঈদ উপহার পেল অসুস্থ মান্নানের পরিবার
আব্দুল মান্নান(৩৫) চালিতাডাঙা ইউনিয়নের দূর্গতিয়াপাড়া গ্রামে বসবাস।
সন্তান পরিবার নিয়ে সুখেই কাটছিল দিনকাল, হঠাৎ সড়ক দূর্ঘটনায় আহত হোন মান্নান।পরিবারটি পরে যায় অর্থ সংকটে,একমাত্র আয়ের উৎস আজ বেকার হয়ে গেছে,কোন ভারী জিনিস সে তুলতে পারে না।
অসহায় এই লোকটি যোগাযোগ করেন আমাদের সংগঠনের সন্মানিত সদস্য রুমা মোস্তফার সাথে,তারই ধারাবাহিকতায় সামনে ঈদ উপলক্ষ্যে এই দরিদ্র পরিবারটিকে সাবলম্বী করার জন্য একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম টনি, আইটি সম্পাদক সাদাত জিপু।
No comments