হৃদয়ে কাজীপুর ও মানবিক ফান্ডের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান
শ্যামপুর গ্রামের অসুস্থ ভূমিহীন, দরিদ্র চা বিক্রেতা রফিকুল ইসলাম কে "হৃদয়ে কাজীপুর" ও "মানবিক ফান্ডের" পক্ষ থেকে চিকিৎসার জন্য ৩০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় অসুস্থ রফিকুল ইসলামের প্রতিনিধির কাছে।এই সময় উপস্থিত ছিলেন "হৃদয়ে কাজীপুর" সংগঠনের আইটি বিষয়ক সম্পাদক সাদাত জিপু, সমাজ সেবা বিষয়ক সম্পাদক রতন সরকার।
No comments