ধুনটে ছাত্রলীগ নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বগুড়ার ধুনটে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনকে মারধরের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের ধুনট উপজেলা শাখা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।


বুধবার (১২ আগষ্ট) প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু নিলামের সমঝোতা বৈঠকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনকে মারধর করা হয়। উক্ত ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুর ১২ টার সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধানবক্তা বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এসময় তিনি অভিযুক্তদের হুশিয়ারী দিয়ে বলেন, এর সুষ্ঠু বিচার না হলে বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখা প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করবে এবং রাজপথে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার হবে।


আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ভি পি শেখ মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপন, বগুড়া আযিযুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শাহজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিন্টু মিয়া প্রমূখ। সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষিত হয়।


সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এর বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।


উলে­খ্য যে, উক্ত ঘটনার প্রেক্ষিতে উপজেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি অনুকূলে রাখতে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

No comments

Powered by Blogger.