বিনা চিকিৎসায় পরপারে চলে গেলেন নারায়নগঞ্জের আওয়ামী লীগের দুর্দিনের কর্মী আয়েশা

আয়েশা তুমি ছিলে না সিনেমা পর্দার অভিনেত্রী। তুমি ছিলে আওয়ামী লীগের দুর্দিনের রাস্তার নেত্রী। তোমার কপালে জুটল না গণভবনের চিকিৎসার অনুদান। ধুকে ধুকে মারা গেলে টাকা আর চিকিৎসার অভাবে। দলের নিবেদিত আয়শারা এভাবেই চির বিদায় নেয় অর্থ আর চিকিৎসার অভাবে। আয়েশা দের জন্য মিলেনা কোন দলীয় সাহায্য, না গণভবনের সাহায্য। আজীবন বিএনপি করা, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে গালি দেওয়া লোকদের জন্য মিলে গণভবন থেকে ৩০ লক্ষ ৪০ লক্ষ টাকা চিকিৎসার জন্য। আওয়ামী লীগের দুর্দিনের রাস্তার কর্মীরা মারা যায় অর্থ আর চিকিৎসার অভাবে। আমার নারায়নগঞ্জের অহংকার যুব মহিলা লীগের অহংকার আয়েশা তোমার জন্য বিনম্র শ্রদ্ধা ভালো থেকো পরপারে।


ফেসবুক থেকে সংগৃহীত।


No comments

Powered by Blogger.