আজ মরহুম আবুল হোসেন মাস্টার এর ২৪ তম মৃত্যুবার্ষীকি

জাতীয় এবং পারিবারিক জীবনে আগস্ট কি সত্যি শোকের মাস?

১২ আগস্ট -১৯৯৭ সাল আজ থেকে ২৪ বছর আগে এই দিনে আমার আব্বা আবুল হোসেন মাস্টার পরলোকগোমন করেন। ১৯৬৬ তে বি.কম পাশ করে ১৯৬৮ সনে চালিতাডাংগা বি বি এন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগদান করেন। ২৯ বছর পরবর্তীতে শিমুলদাইড় ও হাটশিরা লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রিয় গ্রাম আর স্কুল হাটশিরা লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ে চাকুরীরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই যুগ ধরে দেখিনা তোমার সেই প্রিয়মুখ আর মধুর বকুনি ও কড়া শাসন। বাবা তুমি কেমন আছো?? যেখানে থাকো ভালো আর শান্তিতে থাকো। 


লিখেছেনঃ মরহুম আবুল হোসেন মাস্টার এর বড় ছেলে আতিকুর রহমান লিটন।

No comments

Powered by Blogger.