১৫ আগষ্ট ও সিরাজগঞ্জ মু‌ক্তিযু‌দ্ধের অ‌ধিনায়ক আ‌মির হো‌সেন ভুলু

আজ জাতীয় শোক দিবস। ১৯৭৫ এর  এই দি‌নে মহান স্বাধীনতার স্থাপ‌তি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও তার প‌রিবার প‌রিজন‌কে নৃশংসভা‌বে হত্যা করা হয়।

যখন সবাই কিংকর্তব্য‌বিমূঢ়, তখন সিরাজগঞ্জ মু‌ক্তিযু‌দ্ধের অ‌ধিনায়ক আ‌মির হোসন ভুলু এই  হত্যাকা‌ন্ড মে‌নে নি‌তে পা‌রেন‌ি। তি‌নি নেতা কর্মী‌দের সংগ‌ঠিত ক‌রে সশস্ত্রভা‌বে প্র‌তি‌শোধ নেয়া পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা ক‌রেন। তি‌নি থানায় যান অস্ত্র সংগ্রহের জন‌্য। এরই ফলস্রু‌তি‌তে পরর্তী‌তে তি‌নি গ্রেফতার হন এবং অবর্ণনীয় ও অমান‌বিক নির্যাত‌নের শিকার হন। তি‌নি ১৯৭৫ থে‌কে ১৯৭৯ পর্যন্ত দুই দফায় ০৩ (তিন) বৎসরের অ‌ধিক সময় কারা নির্যাতন ভোগ ক‌রেন। নির্যাত‌নের সেই সকল চিহ্ন তি‌নি জীব‌নের শেষ দিন পর্যন্ত বহন ক‌রেন। ১৫ আগষ্ট এর ঐ সময়টা খুব কম নেতাই ছিল যারা সশস্ত্র প্রতি‌রো‌ধের কথা ভে‌বে‌ছিলেন।

No comments

Powered by Blogger.