নৌকা মার্কার একক প্রার্থী হিসাবে মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়
বনানী কবরস্থানে বাবার কবর জিয়ারত করে ধানমণ্ডি আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংরক্ষণ করেন প্রকৌশলী তানভির শাকিল জয়।
১৫'ই আগস্ট নিহত পরিবারের কবর,সাবেক প্রধানন্ত্রী শহীদ এম মনসুর আলীর কবর,আমেনা মনসুরের কবর,সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিমের কবর জিয়ারত শেষে কাজিপুরের উপনির্বাচনের আওয়ামীলীগের নৌকা মার্কার একক প্রার্থী হিসাবে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
No comments