মানবতার সেবায় ভূমিকা পালন করছে হৃদয়ে কাজীপুর
"যেতে হবে বহুদূর, মানবতার সেবায় হৃদয়ে কাজীপুর"
এই স্লোগান কে সামনে রেখে নদী ভাঙ্গন কবলিত কাজীপুর উপজেলার দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কাজীপুরের জনপ্রিয় ফেসবুক গ্রুপ হৃদয়ে কাজিপুর।
এ সংগঠনটি ইতিমধ্যে তাদের ফেসবুক গ্রুপের সদস্যদের সমন্বয়ে রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডাটাবেস তৈরী করেছে,এতে উপকৃত হচ্ছে কাজীপুরের মানুষগুলো।
প্রতি সপ্তাহেই তারা রক্ত সংগ্রহ করে দিয়ে অসুস্থ মানুষের সেবায় অনন্য ভূমিকা পালন করছে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি শাহরিয়ার জীম বলেন, আমাদের ফেসবুক গ্রুপের সদস্যরা রক্তদানে খুব আন্তরিক,কেউ গ্রুপে রক্তের প্রয়োজনে পোস্ট করলে গ্রুপের মেম্বাররা রক্ত দিয়ে সহযোগিতা করছে। তিনি সংগঠনটিকে আর্ত মানবতার সেবায় এগিয়ে নেওয়ার জন্য কাজীপুরের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
শুভকামনা
ReplyDeleteধন্যবাদ,আশাকরি হৃদয়ে কাজীপুরের পাশে থাকবেন।
ReplyDelete